অদ‌্য ১৫/১০/২০২৪ ইং তা‌রি‌খে পল্লী কর্ম-সহায়ক ফাউ‌ন্ডেশন (‌পিকেএসএফ) ও বিশ্ব ব‌্যাং‌কের অর্থায়ন ও কা‌রিগ‌রি সহয়তায় প‌রিচা‌লিত BD Rural WASH for HCD প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ (১৫ অক্টোবর) উপল‌ক্ষ্যে Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV এর কর্তৃক বাস্তবায়নাধীন BD Rural WASH for HCD প্রকল্পের আওতায় চন্দনাইশ, লোহাগাড়া, সাতকা‌নিয়া, প‌টিয়া, বাঁশখালী উপ‌জেলায় মোট ৬‌টি শাখার (লোহাগাড়া, দোহাজারী, পদুয়া, রওশনহাট, বাংলাবাজার, পুঁইছ‌ড়ী) মাধ‌্যমে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ (১৫ অক্টোবর)পালন করা হয়। উক্ত বিশ্ব হাত ধোঁয়া দিবস উপল‌ক্ষ্যে বাঁশখালী উপ‌জেলায় অত্র সংস্থা ও অন‌্যান‌্য এনজিও সমূহের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা এনজিও সমন্বয়কারী নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসিফ ইকবাল চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন গণ উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী জনাব মো. মহিউদ্দীন চৌধুরী, এসএআরপিভি এর চক‌রিয়া এলাকার এলাকা ব‌্যবস্থাপক জনাব মো: রুস্তম উ‌দ্দীন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএআর‌পি‌ভি`র পুঁইছ‌ড়ি শাখার শাখা ব্যবস্থাপক জনাব সানজিদুল ইসলাম, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক জনাব জহিরুল ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জনাব আবদুল জলিল, আইডিএফের শাখা ব্যবস্থাপক জনাব রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়ার ব্যাপারে আমাদের অসচেতনতার কারণে শরীরে নানা রোগ ব্যাধির জন্ম হয় তাই যথাযথভাবে আমাদের সকলের হাত ধৌত করা অত্যাবশ্যক। হাত ধোয়ার ব্যাপারে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়।