পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এসএআর‌পি‌ভি সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচী`র আওতায় ২০২২ সালে এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ হ‌য়ে ২য় ব‌র্ষে অধ‌্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির ২য় দফা চেক প্রদান করা হয়েছে। অদ‌্য ১৪ অ‌ক্টোবর`২৪ (সোমবার) এসএআর‌পি‌ভি আঞ্চ‌লিক কার্যালয়, চক‌রিয়া, কক্সবাজা‌রে ০৬ (‌ছয়) জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২,০০০/- টাকা করে মোট ৭২,০০০/- টাকা প্রদান করা হয়। উক্ত চেক প্রদান অনুষ্ঠানের আ‌লোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মাকসুদুল আলম আঞ্চ‌লিক প‌রিচালক এসএআ‌পি‌ভি চট্টগ্রাম অঞ্চ‌ল, কক্সবাজার, চট্টগ্রাম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত জনাব মোঃ আলমগীর হো‌সেন ,উপ প‌রিচালক অর্থ ও প্রশাসন , এসএআর‌পি‌ভি, চক‌রিয়া, কক্সবাজার। আ‌লোচনা পরবর্তী চকরিয়া উপ‌জেলা নির্বাহী কার্যালয় থে‌কে শিক্ষার্থী‌দের নিকট বৃ‌ত্তির চেক হস্তান্তর ক‌রেন চক‌রিয়া উপ‌জেলার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম, এছাড়া চেক প্রদান পূ‌র্বে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সং‌ক্ষিপ্ত বক্তব‌্য রা‌খেন, তার বক্তেব্যে পা‌র্শোক্ত বিষয়া‌দি তি‌নি উ‌ল্লেখ ক‌রেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে আরোহন করতে পারে না। প্রযুক্তির এই যুগে হেলায় সময় নষ্ট না করে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ইন্টারনেটের অপব্যবহারের দিকে না ঝুকে, তা থেকে জ্ঞান আহরণ করতে হবে। সামাজিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

শিক্ষাবৃত্তির চেক পাওয়ার পর অনুভুতি প্রকাশ করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এই বৃত্তির চেক পেয়ে অনেক খুশি । বৃ‌ত্তি প্রাপ্ত শিক্ষার্থী এই বৃ‌ত্তির চেক পে‌য়ে এসএআর‌পি‌ভি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কে আন্ত‌রিক ভা‌বে ধন‌্যবাদ জানাই। এছাড়াও বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের অ‌বিভাবকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন এবং অ‌বিভাবকবৃন্দ এই মহান উদ্যোগ এর জন‌্য পিকেএসএফ ও এসএআরপিভি’কে ধন‌্যবাদ জ্ঞাপন করেন।