সহকারী ব্রাঞ্চ ম্যানেজার- মাইক্রোক্রেডিট প্রোগ্রাম।

৮৬/১, উত্তর আদাবর, ফ্ল্যাট (১সি-১ডি), আদাবর বাজার রোড, আদাবর, ঢাকা-১২০৭

[/fusion_text][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” s2id_autogen10=”” s2id_autogen10_search=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” content_alignment_medium=”” content_alignment_small=”” content_alignment=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” class=”” id=”” font_size=”” fusion_font_family_text_font=”” fusion_font_variant_text_font=”” line_height=”” letter_spacing=”” text_color=”” s2id_autogen11=”” s2id_autogen11_search=”” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ s2id_autogen12=”” s2id_autogen12_search=”” animation_offset=””]

Click Here For PDF Files

পদবি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার- মাইক্রোক্রেডিট প্রোগ্রাম।
কর্ম এরিয়া চকরিয়া, কক্সবাজার।
রিপোর্ট এরিয়া ম্যানেজার
সুপারভাইজি: রিজিওনাল ম্যানেজার
পদ সংখ্যা
গ্রেড গ্রেড ৭
দায়িত্ব ও কর্তব্য ·       দৈনিক হাজিরা খাতা, মুভমেন্ট রেজিঃ ও আদায়যোগ্য তথ্য হালনাগাদ করা।

·       সকালে ফিল্ডে যাবার পুর্বে সকল কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত মিটিং করা ও মোটিভেশন দেয়া ।

·       মাসিক পরিকল্পনা অনুযায়ী সমিতি পরিদর্শন করা। এক এক দিন এক এক কর্মীর সমিতিতে যাবেন আকস্মিক এবং দুর্বল কর্মীদের সমিতির দিকে অগ্রাধিকার দিবেন ।

·       সমিতি পরিদর্শন এর ক্ষেত্রে নতুন সদস্য ভর্তি ও বাতিল। ঋণ প্রকল্প, ঋণ প্রস্তাব। এক হাতে একাধিক ঋণ। সঞ্চয় জমা/ফেরত/ক্ষুদ্রঝুকি, সমিতির বসার সু-ব্যবস্থা, রেজুঃ খাতায় সদস্যদের নিয়মিত উপস্তিতি স্বাক্ষর, সদস্যদের সময় মত উপস্তিতি, সমিতি পরিচালনায় কর্মীর দক্ষতা। বিসয়বিত্তিক ও গঠনমুলক আলোচনা এবং কোন কর্মীর কোন আর্থিক অনিয়ম আছে কিনা তা ভালভাবে যাচাই করবেন।

·       দৈনিক, ঋণ বিতরন, ঋণ আদায়, সঞ্চয় ফেরত(আংশিক/পুর্ন) তা পরিকল্পনা করে বাস্তবায়ন করবেন ।

·       প্রতিদিন একজন সহকর্মীর সাথে নিয়মমাফিক ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করবেন অথবা তার তত্তবাধানে ও নির্দেশ এ হিসাবরক্ষক ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করবেন। এর জন্যে শাখা ব্যবস্থাপক সংস্থার নিকট দায়বদ্ধ থাকবেন।

·       প্রতিদিন লেনদেন সম্পন্ন শেষে সমস্থ কাগজ যাচাই করে স্বাক্ষর করবে। স্বাক্ষর প্রদান এর পর কোন ভুল ত্রুটি পাওয়া গেলে তিনি এ দায়বদ্ধ থাকবেন ।

·       প্রতিদিন অটোমেশন ( ডাটাসফট) কাজ হালনাগাদ করার ব্যবস্থা গ্রহন করবেন

·       প্রতিদিন যাবতীয় কাজ হালনাগাদ করে ডে-ক্লোসিং করবেন ।

·       ব্রাঞ্চ এর সকল কর্মীদের মধ্যে কাজের সমন্বয় করবেন এবং দিন শেষে কাজ বুঝে নিবেন ।

·       ব্রাঞ্চ এর ফান্ড এর ব্যবস্থাপনা ঠিকমত ও সুস্টহ ভাবে সম্পন্ন করবেন ।

·       সকল কর্মীদের কাজ ম্যানুয়াল ও সার্কুলার অনুযায়ী হচ্ছে কিনা তা তদাকরি করবেন এবং ফলোয়াপ দিবেন ।

·       কর্মীদের ও ব্রাঞ্চ এর সাপ্তাহিক প্রতিবেদন যাচাই করে লেজার এর সাথে মিলকরন করবেন ।

·       কর্মীদের কালেশনশীট দৈনিক যাচাই করে স্বাক্ষর প্রদান করবেন ।

·       ১০০% ঋণ প্রস্তাবনা যাচাই করবেন ।

·       অফিস ও আবাসিক এরিয়া পরিস্কার পরিচ্ছনার ব্যবস্থা গ্রহন করবেন ।

·       দৈনিক ই-মেইল চেক করবেন ।

·       ব্রাঞ্চের বকেয়া আদায় এ অবশ্যই অগ্রনী ভুমিকা পালন করবেন ।

·       নতুন যোগদানকৃত কর্মীদের সকল কাজ শিখানোর বেপারে সকল সহায়তা কবেন ।

·       উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং ব্রাঞ্চের সকল কাজের জবাবদিহিতা দিবেন ।

যোগ্যতা ·          নুন্যতম ডিগ্রী পাস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড।

·          নুন্যতম ৪ বছর কর্ম অভিজ্ঞতা ।

·          স্বতন্ত্রভাবে শাখা চালনার ক্ষমতা ।

·          এমআরএ এবং পিকেএসএফ এর জন্য প্রতিবেদন প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে।

·          সদস্য বাছাই এর বিষয়ে ভাল দক্ষতা থাকতে হবে।

·          অবশ্যই সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হতে হবে।

বেতন ১৬,০০০/- (প্রোভেশন পিরিয়ড); স্থায়ীকরণে ১৮,০০০/- (শর্তসাপেক্ষে)
আবেদন এর শেষ তারিখ ২২/০৩/২০২১

আগ্রহী প্রার্থীদের ” সহকারী ব্রাঞ্চ ম্যানেজার- মাইক্রোক্রেডিট প্রোগ্রাম। ” পোস্টের নাম উল্লেখসহ (ওয়ার্ড/পিডিএফ) সহ তাদের সিভি “sarpv.advertisement@gmail.com” এ মেইল প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং মূল্যায়ন এর ভিত্তিতে মৌখিক এর জন্য ডাকা হবে।

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]